Welcome dear Guest, this is your first visit to this page. !
06/04/2025
01:50:33 pm
Home» Sports » ম্যাশ ভিডিওতে আলোচনা করেছেন বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড নিয়ে...
ম্যাশ ভিডিওতে আলোচনা করেছেন বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড নিয়ে...
দল গঠনের আগে থেকে শুরু হওয়া বিতর্কের রেশ ধরে কিছুদিন আগেই জাতীয় দলের সাবেক অধিনায়ক
মাশরাফী বিন মোর্ত্তজা ফেসবুকে এক
ভিডিওবার্তা দিয়েছিলেন।
সেখানে সাকিব আল
হাসান ও তামিম ইকবালের ভেতর চলমান সমস্যাগুলো নিয়ে সবার সামনে কথা বলেছিলেন তিনি।
সেই ভিডিওর পর রোববার সকালে আরও একটি ভিডিওর ট্রেইলার দেন মাশরাফি। সেটি দেখে অনুমান করে নেওয়া হয়েছিল আবারও হয়তো চলমান সংকটের ইস্যুতে আবারো কিছু বলতে যাচ্ছেন ম্যাশ।
কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি।
ম্যাশ ভিডিওতে আলোচনা করেছেন বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড নিয়ে। নিজের ফেসবুক পেজে বিশ্বকাপের দল নিয়ে নিজের অভিমত জানিয়েছেন দেশসেরা এই দলপতি।
ম্যাশ বলেন, ‘বিশ্বকাপে ১৫ জনের দলটা কেমন হলো সেটা নিয়ে আলোচনা করার দরকারে ছিল।
কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে অন্যান্য আলোচনা সামনে চলে আসায় এই আলোচনাটা থেকে আমরা কিছুটা দূরে
সরে এসেছি।